আগস্ট মাসকে কেন্দ্র করে বড় সহিংসতার পরিকল্পনা করছে বিএনপি-জামায়াত

0
423
পরিকল্পনা

সরকার পতনের এক দফা দাবিতে আগামী ১১ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে গণমিছিল করবে বিএনপি ও তার সমমনা রাজনৈতিক দলগুলো। নামাজের পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে দুটি গণমিছিল হবে।

পুলিশের অনুমতির বিষয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কোনো অনুমতির বিষয় নেই। জানা যায়,গত ২৯ শে জুলাই পুলিশের অনুমতি না নিয়ে বিএনপির অবস্থান কর্মসূচীতে বিএনপির নেতা-কর্মীরা সহিংসতা করে ঢাকায় বিভিন্ন পয়েন্টে। সিসি টিভির ফুটেজে উঠে এসেছে সেউ চিত্র।

আগামী নির্বাচনের আগে জামায়াত আবার মাথা চাড়া দিয়ে উঠার প্রস্তুতি নিচ্ছে। বড় ধরণের সহিংসতারনির্বাচনের রোডম্যাপ পরিকল্পনার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় তারা। নির্বাচন বানচাল তত্ত্বাবধায়ক ইস্যুতে রাজপথে সাধারণ নাগরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সহিংস হামলা, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর উদ্দেশ্যপ্রণোদিত হামলা ও তাদের বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা হাতে নিয়েছে তারা। আর এ পরিকল্পনা বাস্তবায়নে তাদের পেছনে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। মূলত, বিএনপি-জামায়াত মিলে শেখ হাসিনার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে।

[আগস্ট মাসকে কেন্দ্র করে বড় সহিংসতার পরিকল্পনা করছে বিএনপি-জামায়াত]

বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে, সরকারের পদত্যাগে এক দফা দাবিতে রাজপথে চূড়ান্ত আন্দোলনে যেতে আগস্টকে টার্গেট করেছে দলটি। নিজ দল, সমমনা দল ও জোটের সিদ্ধান্ত এবং দেশি-বিদেশি শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে এ সিদ্ধান্ত নিয়েছে লন্ডন পলাতক দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ‘হয় মরো না হয় মারো’ মোটো নিয়ে নোতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে তারেক রহমান।

দলীয় সূত্র জানায়,,ঢাকার রাজপথ নিয়ন্ত্রণে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করবে বিএনপি নেতৃত্বাধীন সমমনা দল ও জোট। কাঙ্ক্ষিত লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নে সাংগঠনিক শক্তি ও নতুন কৌশল নিয়েই মাঠে নামার সার্বিক প্রস্তুতি নিচ্ছে দলগুলো।

আরও পড়ুনঃ  

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে