হিন্দুদের কালীপূজা বন্ধেই কি বিএনপির ৪র্থ দফার অবরোধের ঘোষণা?

0
47
কালীপূজা

কালীপূজার আগের দিন রাতেই ১০টি বাসে আগুন দেয়া হলো এবং কালীপূজার দিন অবরোধ। বিএনপির এ ধরণের আচরণ সম্পর্কে লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, আমরা আগেও বলেছি এখনও বলছি। তারা সারাদিন মুখে ধর্মের নাম নেয়। কিন্তু ধর্মের নাম গন্ধও তাদের মধ্যে নেই।

আরও পড়ুন : দেশকে অস্থিতিশীল করে তুলতে তারেকের নয়া মাস্টারপ্ল্যান

সংখ্যালঘুতাদের কোন ধর্মের প্রতিই সম্মান নেই। ২৮ অক্টোবর তাদের সমাবেশের আগেও অনুরোধ করা হয়েছিলো। হিন্দু-বৌদ্ধ উভয় ধর্মের অনুষ্ঠান ছিলো। তারা কিন্তু পেছায়নি। সুতরাং সংখ্যালঘুদের অধিকার নিয়ে তাদের কোন চিন্তা ভাবনা নেই।

আরও পড়ুন : আন্দোলনে নতুন মোড় দিতে ‌‘লাশ ফেলার পরিকল্পনা’ বিএনপির

Screenshot_2অবরোধ শুরু আগে থেকেই বাস জ্বালাও পোড়াও করা হচ্ছে কেনো জানতে চাইলে তিনি বলেন, তাদের তো কোন কর্মসূচি নেই। কোন লক্ষ্য নেই। তারা দেশে একটা গৃহযুদ্ধ লাগিয়ে রাখতে চায়। আর জনগণের জানমালের ক্ষয়-ক্ষতি করা হলে তার কোন ক্ষমা নেই।

আরও পড়ুন : কানাডার আদালতে স্বীকৃতি দেওয়া সন্ত্রাসী দল বিএনপি ২০২৩ সালে এসে আবারও দেশে অরাজকতা সৃষ্টি করতে ২০০৪ সালের মতো সেই পুরনো পথে হাঁটছে

[হিন্দুদের কালীপূজা বন্ধেই কি বিএনপির ৪র্থ দফার অবরোধের ঘোষণা?]

রাষ্ট্রের উচিত এটি প্রতিহত করার জন্য সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করা। আমাদের পক্ষে রাজপথে নেমে এই জ্বালাও-পোড়াও প্রতিহত করা সম্ভব নয়। আমরা বিষয়গুলোর নিন্দা জানাচ্ছি। নিজেদের উদ্বেগের কথা বলছি। সরকারের উচিত কঠোর পদক্ষেপ গ্রহণ। যেনো কেউ সাধারণ মানুষ ও রাষ্ট্রের সম্পদের ক্ষতি করতে না পারে।

আরও পড়ুন :

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে