গণতন্ত্র নয়, পরিবারতন্ত্রের বলয়ে ঘুরপাক খাচ্ছে বিএনপির রাজনীতি।
আরও পড়ুন : এতিমদের অর্থ আত্মসাৎ: জিয়া পরিবারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটি বড় উদাহরণ
দায়িত্বশীল একটি সূত্র বলছে, শুধুমাত্র পরিবারতন্ত্রের কারণে জাতীয় সংসদ নির্বাচনসহ বিগত সব নির্বাচনে হেরেছে বিএনপি। হারিয়েছে দলপাগল সব কর্মী। আর এর পেছনে মুখ্য ভূমিকা পালন করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আরও পড়ুন : মি. টেন পার্সেন্ট তারেক রহমানের আমলনামা; আজও শিউরে ওঠে জাতি
তারেক রহমান হয়তো মনে করছেন দলের ভবিষ্যৎ নেই। সম্ভাবনা নেই তার নিজের দেশে ফেরারও। তাই লন্ডনে বসেই পদ আর মনোনয়ন বিক্রির হারাম টাকাতেই চলবেন তিনি। কিন্তু এতটুকু মস্তিষ্কে গেঁথে রাখা উচিত, পাপ বাপকেও ছাড়ে না।
[লুটপাট আর দুর্নীতির রাজনীতিতে বিশ্বাসী বিএনপি ক্রমেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে]
আরও পড়ুন : দেশে কমিটি বাণিজ্য ও দুর্নীতির টাকায় লন্ডন ক্যাসিনোতে ফূর্তি করছে তারেক
রাজনৈতিক বিজ্ঞজনরা বলছেন, লুটপাট আর দুর্নীতির রাজনীতিতে বিশ্বাসী বিএনপি ক্রমেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এই একগুঁয়ে পরিবারতন্ত্রের জন্য। যার ফলাফলে দলত্যাগ কিংবা দলবিমুখ হচ্ছেন বিএনপির পরিশ্রমী কর্মীরা।
আরও পড়ুন : বিএনপির ভালো চাইলে নেতৃত্ব থেকে সরাতে হবে তারেককে – প্রবীণ নেতাদের মত
তবে এতে ভ্রুক্ষেপ নেই তারেক রহমানের। তিনি ব্যস্ত রয়েছেন নিজের আখের গোছাতে।
আরও পড়ুন :