কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীকে নিয়ে সুইডেন ভিত্তিক অনলাইন পোর্টাল নেত্র নিউজ একটি সংবাদ প্রচার করেছে। সেই সংবাদে ইলিয়াস আলীর গুম হওয়ার বিষয়টি একপাক্ষিক ও কাল্পনিকভাবে উপস্থাপন করা হয়েছে।
প্রায় ১৪ মিনিটের ‘ভিডিও ও টেক্সট কনটেন্টে’ যেসব তথ্য নেত্র নিউজ দিয়েছে তার ৮০ ভাগই ভুল ও বানোয়াট বলে দাবি করেছেন ইলিয়াস পত্নী তসলিমা রশিদ লুনা। ৮০ ভাগ এ কারণে যে, যারা গুম হয়েছেন তাদের নামটুকুই শুধু মিলেছে। বাকি সমস্ত তথ্য সম্পূর্ণ কাল্পনিক বলে দাবি ইলিয়াস পত্নীর।
বানোয়াট ওই ভিডিও ও সংবাদ প্রকাশের পরদিন (সোমবার) সকালে সিলেটে গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান লুনা।
আরো পড়ুনঃ ইলিয়াস আলী কি লন্ডনে?
তিনি বলেন, ‘রোববার রাতে আমি নেত্র নিউজের পুরো ভিডিওটা দেখেছি। সেখানে আমার স্বামীর যে মোবাইল নম্বর তারা প্রচার করেছে সেটা আমার স্বামীর নয়। এছাড়া আমার গাড়ির ড্রাইভার নিয়েও তারা ভুল তথ্য দিয়েছে। আমি ঘটনার দিন রাতে আমার স্বামীর সঙ্গে কথা বলেছি। অথচ নেত্র নিউজ বলছে রাত ১১টা থেকে ইলিয়াস আলীর মুঠোফোন বন্ধ। যা সম্পূর্ণ কাল্পনিক।’
লুনা আরও বলেন, ‘এছাড়া নেত্র নিউজ দাবি করেছে র্যাব আমার স্বামীকে গুম করেছে। এটাও মিথ্যা কথা। কারণ আমার স্বামী গুম হওয়ার পরে র্যাব তাকে খুঁজতে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। নেত্র নিউজ এমন বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করবে আমার ধারণা ছিলো না। এমন কিছু আঁচ করতে পারলে আমি নেত্র নিউজের মুখোমুখি হতাম না। নেত্র নিউজ এমন ভুল সংবাদ পরিবেশন করার মাধ্যমে উল্টো জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছে।’
আরো পড়ুনঃ ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়া নিয়ে নতুন তথ্য দিলেন মির্জা আব্বাস
ইলিয়াস আলীর গুমের ব্যাপারে এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছিলেন, মির্জা আব্বাসকে র্যাব কখনোই গুম করেনি। গুম করেছে তার নিজ দলের (বিএনপি) নেতাকর্মীরা।
এ ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষক বিভুরঞ্জন সরকার বলেন, মির্জা আব্বাসের এমন মন্তব্যের পরপরই বিএনপির ভেতর অস্থিরতা লক্ষ্য করা গিয়েছে। যার ফলশ্রুতিতে নেত্র নিউজের সাথে বিএনপি আর্থিক চুক্তি করে বলেই নানান সূত্রে জানা যায়। সরকার ও দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করাই এই কুচক্রী মহলের মূল লক্ষ্য। নেত্র নিউজের ধারাবাহিক বানোয়াট প্রতিবেদনে যার নমুনা প্রকাশিত হয়েছে মাত্র।