শামা ওবায়েদ: রাতে হুইল চেয়ারে, সকালে সাজগুজ করে রাষ্ট্রদূত এর সাথে

0
806
শামা ওবায়েদ

রাজধানীর বনানীতে শনিবার (১৭ সেপ্টেম্বর) ১ ঘণ্টার মোমবাতি প্রজ্বলন কর্মসূচি দিয়েছিলো বিএনপি। ওই এক ঘণ্টার কর্মসূচী মাত্র ১৫ মিনিটে শেষ হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে বিএনপি। আর এ সমালোচনা এড়াতে বিএনপি তৈরি করে একটি রম্য নাটক। রাতেই বিএনপির পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগের হামলার কারণেই নাকি তারা ১ ঘণ্টার কর্মসূচী ১৫ মিনিটে শেষ করেন।

 

[শামা ওবায়েদ: রাতে হুইল চেয়ারে, সকালে সাজগুজ করে রাষ্ট্রদূত এর সাথে]

নাটকের পূর্ণাঙ্গ রূপ দিতে বিএনপি নেত্রী শামা ওবায়েদ হাসপাতালেও ভর্তি হন। এ নিয়ে শামা ওবায়েদ তার টুইটার হেন্ডেলে নিজের অসুস্থতার একাধিক ছবি দিয়ে লিখেন আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি নাকি হাসপাতালে ভর্তি আছেন।

[শামা ওবায়েদ: রাতে হুইল চেয়ারে, সকালে সাজগুজ করে রাষ্ট্রদূত এর সাথে]

অথচ রাত শেষে সকালে ১৮ই সেপ্টেম্বর তাকে সুস্থ অবস্থায় দেখা যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে। সেখানে তিনি জাপানের রাষ্ট্রদূত ইতো নাওক ‘র সঙ্গে সাক্ষাতে ছিলেন।

আরও পড়ুনঃ

 

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে