দেশ যখন একেবারে শান্ত এবং স্থিতিশীল, তখনই নতুন পরিকল্পনা শুরু করেছে বিএনপি

0
795
বিএনপি

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতেই অগ্নি সংযোগের চেষ্টা চালায় বিএনপির নেতাকর্মীরা। এর জন্য হাতে নেয় এক কর্মসূচি। কিন্তু স্থানীয়দের প্রচেষ্টায় নস্যাৎ হয় ওই কুপরিকল্পনা।

শনিবার রাত পৌনে ৮টায় রাজধানীর বনানীতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি ডাকে বিএনপি। তাবিথ আউয়াল, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও শামা ওবায়েদরা মোমবাতি হাতে নিয়ে রাস্তায় নামে। এ সময় বেশকিছু কর্মী রাস্তার বিভিন্ন স্থানে আগুনসহ অবস্থান নেয়। দুয়েকটি স্থানে আগুন জ্বালানোর চেষ্টা করে।

[দেশ যখন একেবারে শান্ত এবং স্থিতিশীল, তখনই নতুন পরিকল্পনা শুরু করেছে বিএনপি]

এসময় স্থানীয়রা সতর্ক অবস্থান নেন। কেননা দেশে আবারও অগ্নিসংযোগ বা আগুন সন্ত্রাস হবে এটা কেউই চায় না। এই কর্মসূচিতে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানও।

এখানেই শেষ নয়, স্থানীয়রা বিএনপি নেতাদের প্রতিহত করার পর বিএনপির কর্মীরা নিজেরাই নাটক শুরু করেন। বিভিন্নভাবে নিজেরা আহত হওয়ার নাটক করে ভর্তি হন হাসপাতালে। তাদের হাসপাতালে ভর্তি হওয়ার ছবিগুলো ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তারা মেকাপসহ দারুণ সাজসজ্জা করে আহত হওয়ার নাটক করছেন। তা নিয়ে চলছে হাস্যরস।

[দেশ যখন একেবারে শান্ত এবং স্থিতিশীল, তখনই নতুন পরিকল্পনা শুরু করেছে বিএনপি]

এদিকে স্থানীয়রা বলছেন, বিএনপি নেতাদের এই ধরণের কর্মকাণ্ড জনমানুষের জন্য দুঃসংবাদের কারণ। কেননা এতে করে আবারও সেই ২০১৪ সালের মতো অগ্নি সন্ত্রাস শুরু হতে পারে। তাই নিজেদের এলাকা নিজেরা বাঁচিয়ে রাখতে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। এতে কোনো রাজনীতি টানবেন না।

আরও পড়ুনঃ

 

 

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে